ঢাকা-১৮ আসনের সার্বিক উন্নয়ন করাই আমার লক্ষ্য।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে তাঁর সুযোগ্য তনয়া জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা জননেত্রী শেখ হাসিনা ঘোষিত “স্মার্ট বাংলাদেশ” বাস্তবায়নের লক্ষ্যে নিজেকে নিয়োজিত রাখা।
MY CONCERN ISSUES
RIGHT LEADER AT RIGHT TIME FOR
THE RIGHT REASON...
স্মার্ট ঢাকা-১৮ গড়তে চান? তাহলে আমাদের সাথেই থাকুন ।
ঢাকা-১৮ আসনের জনতা, আমরাই হাল ধরছি এক স্মার্ট বাংলাদেশের, সাথে আছেন আপনাদের সবার প্রিয় মোঃ খসরু চৌধুরী। শুরু করছেন স্মার্ট ঢাকা গড়ার যাত্রা।
আপনাদের দোয়া নিয়ে একজন সংসদ সদস্য হিসেবে গড়বেন প্রযুক্তি নির্ভর উন্নত স্মার্ট ঢাকা-১৮।
ঢাকা-১৮ আসনের উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এমপি খসরু চৌধুরী ।
আমার প্রতিশ্রুতি
বিনামূল্যে ইসলামী মৌলিক শিক্ষা
মাদক, সন্ত্রাসে জিরো টলারেন্স
স্মার্ট উদ্যোক্তা কেন্দ্র
ইন্টারনেট হটস্পট
অর্ধবার্ষিক চিকিৎসা ক্যাম্পেইন
মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসংস্থানের ব্যবস্থা
সড়ক সম্প্রসারণ
বিশুদ্ধ খাবার পানি সরবরাহ
কবরস্থান ও খেলার মাঠ
কারিগরি ইনস্টিটিউট প্রতিষ্ঠা
ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন
Video Galleries
ব্যবসায়িক অবস্থান
পরিচালক, বিজিএমইএ (২০২১-২০২৩ ইং)
১৯৯৫ সাল থেকে দেশের সর্ববৃহৎ বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যম গার্মেন্টস শিল্পের একজন শিল্পোদ্যোক্তা হিসেবে দেশের অর্থনৈতিক উন্নয়নের কাজে আত্ম নিয়োগ করি। শিল্প প্রতিষ্ঠান পরিচালনার কারণে দলীয় কর্মকান্ড কখনো থেমে থাকেনি। দলীয় নেতা কর্মীদের সাথে যোগাযোগ এবং সহযোগিতার হাত সবসময়ই প্রসারিত ছিল এবং এখনো আছে।
ব্যবসায়িক সাফল্য
* সি. আই. পি-২০১৮।
* সেরা বিদ্যুৎ গ্রাহক (বাণিজ্যিক) এ্যাওয়ার্ড, ঢাকা।
* শিল্প উদ্যোক্তা, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিপা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ।
নিপা গ্রুপের প্রতিষ্ঠান সমূহঃ
* নিপা ফ্যাশন ওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, হলান, দক্ষিণখান, ঢাকা।
* সেলিনা এ্যাপারেলস লিমিটেড, হলান, দক্ষিণখান, ঢাকা।
* নিপা নীট ওয়্যার কোম্পানি, হলান, দক্ষিণখান, ঢাকা।
* কে.সি বটম এন্ড শার্ট ওয়্যার কোম্পানি, কাঁচকুড়া, উত্তরখান, ঢাকা।
* কে.সি ওয়াশিং প্লান্ট, কাঁচকুড়া, উত্তরখান, ঢাকা।
* কে. সি জ্যাকেট ওয়্যার কোম্পানি, কাঁচকুড়া, উত্তরখান, ঢাকা।
* হোটেল সী উত্তরা, কলাতলী, কক্সবাজার।
* নিপা গ্রুপে সর্বমোট ১৫,০০০ (পনের হাজার) জন শ্রমিক ও কর্মচারী কর্মরত আছেন।
Recent Events
সেবা মূলক কার্যক্রম
সাধারণ জনগোষ্ঠীর সাহায্য সহযোগিতার জন্য বিশেষ ব্যবস্থা রেখেছি।
জনগণের কল্যাণে প্রতিষ্ঠা করেছিঃ
- কে. সি হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার, দক্ষিণখান, উত্তরা।
- খোকা চৌধুরী কলেজ অব নার্সিং, দক্ষিণখান উত্তরা।
- কে. সি মডেল স্কুল এন্ড কলেজ, দক্ষিণখান, উত্তরা।
- কে. সি ফাউন্ডেশন, দক্ষিণখান, উত্তরা।
- কে. সি ফাউন্ডেশন ফ্রি এম্বুলেন্স সার্ভিস, দক্ষিণখান, উত্তরা।
- করোনা রুগী ও লাশবাহী ফ্রি এম্বুলেন্স ও লাশ দাফন কর্মসূচি, ঢাকা-১৮ আসন।
- করোনা কালীন সময় সকল স্তরের মানুষের মাঝে সহযোগিতা প্রদান, ঢাকা -১৮ আসন।
- কে. সি স্পোর্টিং ক্লাব, উত্তর ।